Gallery


রবীন্দ্র জয়ন্তীতে যাদবপুর বিদ্যাপীঠের শ্রদ্ধার্ঘ্য - ২০২৫

কলকাতা , মে৯,২০২৫ ঃ চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী বসুধারে রাখে নাই খন্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায়-যেথা তুচ্ছ আচারের মরুবালুরাশি বিচারের স্রোতঃপথ ফেলে নাই গ্রাসি, পৌরুষেরে করে নি শতধা; নিত্য যেথা তুমি সর্ব কর্ম চিন্তা আনন্দের নেতা-নিজ হস্তে নির্দয় আঘাত করি, পিতঃ, ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত। - রবীন্দ্রনাথ ঠাকুর (নৈবেদ্য হতে সংগ্রহীত) আজ ১৬৫ তম জন্মদিনে কবিগুরু রবীন্দ্রনাথকে যাদবপুর বিদ্যাপীঠের শ্রদ্ধার্ঘ্য



বিদ্যাপীঠের সৌন্দর্যায়ন -১

স্কুলের এক তলা থেকে দোতলার সিঁড়িতে বুদ্ধদেব এর ছবি দিয়ে সাজানো হয়েছিলো। এবার পরবর্তী ধাপ - দোতলা থেকে তিন তলার সিঁড়িতে থিম - যুগ নায়ক বিবেকানন্দ, সিঁড়ির ল্যান্ডিংএ কন্যাকুমারীর পটভূমিকায় সেই অমর চিত্র, আর একপাশে বেলুড় মঠ অন্যপাশে দক্ষিণেশ্বর। শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রী মায়ের যুগল মূর্তি। শিল্পী অলকানন্দা দেবনাথের তুলিতে একেবারে জীবন্ত।



বিদ্যাপীঠের সৌন্দর্যায়ন - ২

কলকাতা ,জুন ৩০,২০২৫ ঃ আমাদের চার হাউসের রঙিন বসার বেঞ্চগুলো—নেতাজি হাউস এর সবুজ, সারদা হাউস এর লাল, বিবেকানন্দ হাউস এর হলুদ, আর বিদ্যাসাগর হাউস এর নীল—ছুটির এই দিনগুলোতে ছেলেমেয়েদের প্রতীক্ষায় আছে। গরমের ছুটি ফুরিয়ে এলো, বাজে বিদায় ঘণ্টা, আবার বুঝি স্কুল খুলবে, উড়ছে খুশির ফান্টা! বইয়ের গন্ধে ভরে উঠবে ক্লাসের পুরোনো ঘর, বন্ধুদের সাথে হবে দেখা, কমবে মনের ভার। ছুটির দিনে ঘুমিয়েছিলাম, আলসেমি ছিল সাথী, এবার যাবো স্কুল পানে, হয়ে আলোর বাতি। বন্ধুরা সব একসাথে হলে, বাড়বে মনের জোর, স্কুল মানেই আনন্দ আর শেখার নতুন ভোর।